ঢাকা: ইংল্যান্ডের ডেভন শহরের হায়েস লেনে থেকে হঠাৎ ৯৯৯ নম্বরে (এসওএস-সেভ আওয়ার সোল) ফোন আসে। বলা হলো, একটি সংস্কার প্রক্রিয়াধীন পুরনো বাড়ি ধসে পড়েছে।
এটুকু পড়ে মনে হবে, পুরনো বাড়ি ধসে পড়তেই পারে, এ আর এমন কী! কিন্তু বাড়িটি শুধু পুরনো নয়, ৫শ’ বছরের পুরনো।
জানা যায়, খড়চালা এ বাড়িটি পুনঃসংস্কারের জন্য তালিকাভুক্ত ছিল। বেশকিছু কাজও এগোয়। তবে হঠাৎ করে ভেঙে পড়ায় বেশ ক্ষতিগ্রস্ত হয় ৫শ’ বছরের পুরনো বাড়িটি।
যথারীতি সেখানে উঠবে নতুন বাড়ি। কিন্তু কর্তৃপক্ষ পুরনো বাড়িটির স্মৃতি ধরে রাখতে ভোলেন নি। চালা আর দেয়াল ধসে পড়া ভাঙাচোরা বাড়ির ছবিই তুলে রাখা হয়েছে। ভেঙে পড়ার আগে-পরের ছবিই এখন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরগরম।
স্থানীয় দমকল বাহিনীর ব্যবস্থাপক ড্যান সেয়ারলে জানান, এরকম স্মৃতি বিজড়িত একটি পুরনো বাড়ি ধসে পড়াটা ভীষণ কষ্টের। তবে পানি ও বৈদ্যুতিক লাইনের ক্ষতি ছাড়া কেউ আহত হয়নি।
ছবিতে দেখা যাবে, বাড়িটির আগের রূপ। পাশাপাশি ধসে পড়ার পর তার কী রূপ হলো সেটাও দেখা যাবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪