ঢাকা: দুরন্ত গতির নাগরিক জীবন। ছুটি মিলেছে সপ্তাহ খানেক।
এদিকে মাথায় পাহাড়সম দুশ্চিন্তা। কোথায় মিলবে নির্জনতা, কোথায় মিলবে শান্তির আশ্রয়। সঙ্গে চাই প্রকৃতির নৈকট্য। অনেকটা ‘এতো চাওয়া নিয়ে কোথা যাই’ দশা।
একসঙ্গে স্থান-কাল-পাত্র এক হবে কিভাবে! চিন্তা নেই। আপনার জন্যই বিশ্বব্যাপী ছড়ানো রয়েছে শান্তির নীড়। আরও ভালো করে বললে, ছোট্ট একটি নীড়। দিন কয়েকের জন্য একান্তই আপনার।
এখন কী চান আর কী চান না, তালিকা করে ফেলুন। যা চান, সব মিলবে। যা চান না, তা থাকবে না। আপাতত ছবিতে দেখে নিন শান্তির ‘ছোট্ট’ নীড়গুলো।
মিলো, ফ্রান্স
ম্যাকহিনলেথ, ওয়ালেস, ইংল্যান্ড
ওয়েস্টন সুপার মারে, ইংল্যান্ড
ওজাই, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
হ্যাম্পশায়ার, ইংল্যান্ড
গ্রিন মাউন্টেইন, নর্থ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র
সেগুইন, টেক্সাস, যুক্তরাষ্ট্র
তুরিন, ইতালি
স্ট্যানউড, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
রকি মাউন্টেইন, কলোরাডো, যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪