ঢাকা: রাশিয়ার অজ্ঞাত কোনো রাস্তা, মধ্যরাত। একটি ভ্যানগাড়ি স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছে।
পথ আটকানো গাড়ির চালক নেমে এসে অন্য গাড়ির যাত্রীদের উদ্দেশ্য করে কী সব যেন বলতে লাগলেন। হঠাৎ গাড়ি থেকে চার যাত্রী নেমে এসে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারতে লাগলো চালককে। মারতে মারতে তাকে একদম মিশিয়ে ফেলল রাস্তায়।
বলতে পারেন কারা চালককে মারছিল? ডিজনির মিকি মাউস, নিকেলোডিয়নের স্পঞ্জবব, আইস এজের স্কুইরাল স্ক্রাট ও এক বেগুনি বনমানুষ। অবাক হচ্ছেন?
হ্যাঁ, এগুলো আপনারই প্রিয় সব কার্টুন চরিত্র। ভাবছেন, পর্দা বা বইয়ের পাতায় এদের খুব শান্তশিষ্ট আর মজার অঙ্গভঙ্গিতে দেখা যায়। এরা কি করে মানুষ পেটাবে!
আপনার ধারণা ঠিক, আপনার প্রিয় মিকি মাউসদের চরিত্র ঠিকই আছে। তবে এদের মুখোশ পরে পেটাতে এসেছিলেন অজ্ঞাত চার ব্যক্তি। তবে তাদের পেটানোর কারণ জানা যায় নি।
রাশিয়ার কোনো একটি জায়গায় ঘটনাটি ঘটে। অজ্ঞাত কেউ ভিডিওটি ইউটিউবে পোস্ট করে দিলে ছড়িয়ে পড়ে ভার্চুয়াল জগতে। ভিডিও থেকে জানা যায়, ঘটনাটি গত ৩০ আগস্ট মধ্যরাতের।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪