ঢাকা: পাহাড় প্রিয়, না সমুদ্র? কেউ বলবেন পাহাড়, কেউ বেছে নেবেন সমুদ্র। যদি কেউ পাহাড়-সমুদ্র দুটোই বলে! নিজে বলে নিজেই চিন্তায় পড়ে গেলেন নাকি?
ভাবছেন, একসঙ্গে পাহাড় আর সমুদ্রই মেলা ভার, তাও আবার পাহাড় আর সমুদ্রের চূড়া! চিন্তা নেই, আপনি চাইলেই হবে।
সময় নষ্ট না করে সোজা চলে যান অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে। সমুদ্রঘেঁষা পাহাড়ের চূড়ায় নির্জন কুটির। সামনে যত দূর চোখ যায় ভারত মহাসাগরের নীল জলরাশি। পলক ফেলতেই ঢেউ আপনার জানালায়। আর কিছু লাগবে?
ছবিতে দেখে ভাবতে পারেন, কী ভয়ঙ্কর আর বিপজ্জনকভাবে আটকে আছে বাড়িটি। নাহ, চিন্তার কোনো কারণ নেই। ক্লিফ হাউজ নামে এই অদ্ভুত বাড়িটি বিশেষভাবে বানানো।
অনেকটা জাহাজের ডেক থেকে অনুপ্রাণিত হয়ে এ নকশাটি তৈরি করেছে অস্ট্রেলিয়ার এক বিখ্যাত আর্কিটেকচার ফার্ম। নাম স্পেশালিস্ট মডস্কেপ।
পাহাড়ের সঙ্গে শক্তভাবে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়েছে ভারী পাথর আর লোহার রড। ঝড়-বৃষ্টি যাইহোক, টলবে না।
পাঁচতলা বাড়ির প্রতি তলায় রয়েছে শোবার ঘর, চলাফেরার জায়গা আর রান্নাঘর। ওপর তলা থেকে নিচ তলা ওঠা-নামা করা যাবে লিফটের মাধ্যমে। আর আছে দিগন্তজোড়া আকাশ, আকাশতলে সমুদ্র। বাকিটা গিয়ে দেখে আসুন!
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪