ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

লাভার উপর বাড়ি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
লাভার উপর বাড়ি!

ঢাকা: বাড়ি করার আর জায়গা পেলেন না ক্রিস অ্যাডকিনসন। পৃথিবীতে এত জায়গা থাকতে শেষে কিনা খুঁজে পেলেন আগ্নেয়গিরির লাভা!

তার নতুন বাড়ি এখন হাওয়াইয়ের কালাপানায়।

একসময় কালাপানা মাছ শিকারের জন্য বিখ্যাত ছিল। কিন্তু আশি ও নব্বই দশকে অঞ্চলটি কিলাউয়া আগ্নেয়গিরির লাভার নিচে চাপা পড়ে। ভূগোলের ভাষায় কালাপানা এখন লাভা ফিল্ড বা লাভাক্ষেত্র। আর অ্যাডকিনসনের বাস সেখানেই।

উদয়াস্ত জ্বলন্ত লাভার তোপের মুখে থাকতে হবে তাকে, সারাক্ষণ মৃত্যুর হুমকি। প্রশ্ন জাগে, পাহাড়সম বিপদ মাথায় নিয়ে এমন জায়গায় কেন থাকতে এলেন অ্যাটকিনসন!

শোনা যাক তার মুখেই, আমার কাছে জায়গাটি দারুণ লাগে। আমি এখানে মরুভূমির নির্জনতা খুঁজে পাই।

আর গলিত লাভারূপী সাক্ষাৎ মৃত্যুভয়? কিলাউয়া থেকে শেষ লাভা নির্গত হয়েছিল ২০১১ সালে। এটা নিয়ে ভাবি না। প্রতি সপ্তাহে একবার লাভা পরিষ্কার এবং বাড়ি ঠিক করতে এখানে আসি। সব ঠিক হয়ে গেলে পাকাপাকিভাবে চলে ‍আসব, বলেন অ্যাটকিনসন।  
lava_2
পেশায় ট্যাক্স নিয়ন্ত্রণ কর্মকর্তা অ্যাডকিনসন বর্তমানে কালাপানা থেকে ৩০ মাইল উত্তরে হিলোতে থাকেন। আধা একরের একটু বেশি এই জমিটি তিনি কেনেন বাংলাদেশি টাকায় মাত্র পাঁচ লাখ ১৪ হাজার টাকায়। সেখানে বাড়ি করার পেছনে প্রায় ১০ লাখ ২৭ হাজার টাকা ব্যয় করছেন বলে জানান।

তবে নতুন বাড়িতে বিদ্যুৎ ও পানির সুবিধা থেকে অ্যাডকিনসন আপাতত বঞ্চিত থাকবেন। কারণ সেখানে এখনও বিদ্যুৎ ও পানির লাইন পৌঁছায়নি। যাই হোক, লাভাক্ষেত্রেই বাকি জীবনটা পার করে দেওয়ার ইচ্ছে তার।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।