ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

২৩ বছর পর কবর থেকে উঠিয়ে ছবি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
২৩ বছর পর কবর থেকে উঠিয়ে ছবি!

ঢাকা: শিরোনামটাই কেমন যেন ভয় ধরা। একজন মানুষ ২৩ বছর আগে মারা যান।

এতবছর পর তার দেহাবশেষ তুলে ছবি তোলার কি মানে!

প্রশ্নের উত্তর যার কাছে, তার নাম ক্লেমেন্তে। স্পেনের এই বিচিত্র খেয়ালের ব্যক্তি পেশায় একজন গোরখোদক (যারা কবর খোঁড়েন)। সম্প্রতি কাণ্ডটি তিনিই ঘটিয়েছেন।

ক্লেমেন্তে শুধু কবর থেকে মরদেহ তুলেই ক্ষান্ত হননি! তার কঙ্কালসার শরীরে কাপড় পরিয়ে ছবিও তুলেছেন। সেই ছবি কোনো ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, সাড়া পড়ে যায় চারদিকে।
  
ছবি দেখে তদন্তে নামে পুলিশ। তারা খোঁজ নিয়ে দেখেন, মৃত ব্যক্তি সম্পর্কে ক্লেমেন্তের চাচা। ২৩ বছর আগে যিনি মারা যান।

কারণ হিসেবে খ্যাপাটে ভাইপোর ভাষ্য, কবরটি একটু বড় করতে তার চাচাকে তোলা হয়। হঠাৎ তার মাথায় ছবি তোলার এই অদ্ভুত খেয়াল আসে।

এ বিষয়ে স্থানীয় করপোরেশনের এক মুখপাত্র জানান, এ ধরনের মূর্খতার কোনো ব্যাখ্যা নেই।

ছবিতে মৃতব্যক্তির ডানদিকের জন হলেন মহান (!) ক্লেমেন্তে!

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।