ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৭

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৭

ঢাকা: ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও বড় যুদ্ধ।



১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন।

অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এ যুদ্ধে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।

প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা; যাদের বলা হতো মিত্রশক্তি।

সম্প্রতি পূর্ণ হলো প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর। সে যুদ্ধের গুরুত্বপূর্ণ সব ছবি নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এর সপ্তম পর্বে আজ থাকছে আরও ১০টি ছবি।

ব্রাজিলের একটি গ্রামে পড়ে আছে মৃত যুদ্ধঘোড়া। সময়কাল অক্টোবর, ১৯১৭।

নো ম্যানস ল্যান্ড ধরে এগিয়ে যাচ্ছে কানাডিয়ান সেনারা। এপ্রিল, ১৯১৭।

অস্থায়ী সেতুর মাধ্যমে পরিখা পার হচ্ছেন সেনারা। সময়কাল ১৯১৭।

বেলজিয়ামের মেসাইনস রিজে একটি আগ্নেয়গিরির নিচের দিক। সময়কাল জুন, ১৯১৭।

বিষাক্ত গ্যাস আক্রমণ সামলাতে মাস্ক পরে ব্রিটিশ সেনারা। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৭।

ফ্রান্সে ক্যামব্রাই যুদ্ধে এগিয়ে যাচ্ছে একটি ট্যাংক। সময়কাল নভেম্বর, ১৯১৭।

ফ্রান্সের পিজিয়ন উড অঞ্চলের একটি পরিখায় ৯.৪৫ ইঞ্চির মর্টারসহ জার্মান সেনা। সময়কাল ১৯১৭।

যুদ্ধাস্ত্র তৈরির নারী কর্মীরা মর্টার শেলসহ ছবি তুলছেন। সময়কাল মার্চ, ১৯১৮।

ফ্রান্সের একটি কাদাপানির মাঠে আটকে যাওয়া যুদ্ধ কামান টেনে তুলছেন অস্ট্রেলিয়ান সেনারা। সময়কাল ১৯১৭।

ইতালির ত্রেন্তিনোর কাছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে ইতালিয়ান অশ্বারোহী বাহিনী। সময়কাল জুন, ১৯১৭।  

** ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৬
** ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৫
** ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৪
** ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৩
** ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-২
** ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-১

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।