ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সাবেক প্রেমিকার কুকুরের মাংস রান্না করে পাঠালেন প্রেমিক!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
সাবেক প্রেমিকার কুকুরের মাংস রান্না করে পাঠালেন প্রেমিক!

ঢাকা: মানুষ চুরি করে, মেরে-ধরে কিংবা কাউকে খুন করে জেলে যায়। কিন্তু সাবেক প্রেমিকার কুকুরের মাংস রান্না করে তাকে পাঠানোর জন্য জেলে যাওয়ার ঘটনা বোধহয় এটাই প্রথম!

মহাশয়ের নাম রায়ান ওয়াটেনপফ (৩৪)।

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে তিনি থাকেন। সাবেক প্রেমিকার কুকুরের মাংস রান্না করে তাকে খেতে পাঠানোর অভিযোগে তিনি এখন পুলিশের জিম্মায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার তাকে আটক করা হয়। এ বিষয়ে পুলিশের কাছে বিবৃতি দেন রায়ানের ওই সাবেক প্রেমিকা। তবে পুলিশের পক্ষ থেকে তার নাম প্রকাশ করা হয়নি।  

শোনা যাক প্রেমিকার বিবৃতি, শারীরিক নির্যাতনসহ নানা কারণে সম্প্রতি রায়ানের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়। এর মধ্যে গত সপ্তাহে কুকুরের মাংস রান্না করার ব্যাপারটিও ছিল।

এদিন সে আমাকে একটি মেসেজ পাঠায়। লেখা ছিল, ‘তোমার কুকুর খেয়ে কেমন লাগলো’। এপরপর আমি পুলিশকে জানাতে বাধ্য হই, যোগ করেন তিনি।
dog_1
ঘটনার বেশ কিছুদিন পর, রায়ান কুকুরের দু’টো পা ভর্তি একটি ব্যাগ প্রেমিকার বারান্দায় রেখে আসেন বলে জানায় পুলিশ।
   
হতভাগ্য কুকুরটির নাম বিয়ার। আগস্ট থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তবে রায়ান সাবেক প্রেমিকার উপর নির্যাতন ও কুকুরের পা ভর্তি ব্যাগ রেখে আসার কথা স্বীকার করলেও, কুকুরের মাংস রান্না করে তাকে পাঠানোর বিষয়টি অস্বীকার করেন।

পুলিশ রায়ানের বাড়ি তল্লাশি করে একটি একে-৪৭ ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। তিনি আপাতত স্থানীয় শাস্তা কাউন্টি জেলে পুলিশ হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।