ঢাকা: আট থেকে আশি, সবাই এখন ভুগছে সেলফি জ্বরে। দিন শুরু সেলফি দিয়ে, শেষও হচ্ছে সেলফি উন্মাদনায়।
সাধারণত সেলফি বলতে আমরা নিজেই নিজের ছবি তোলাকে বুঝি। কিন্তু এতে বিড়ম্বনাও কম হয় না। ক্যামেরা উল্টো করে, আন্দাজের ছবি তুলতে হয় বলে অনেক সময় বাঁকা-ত্যাড়া ছবি আসে। কখনো মাথা কেটে যায় তো, কখনো হাত আসে তো পা আসে না!
সেলফিপ্রেমীদের এই সমস্যার সমাধান দিতে চলেছে বিখ্যাত প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান ‘এসার’। সম্প্রতি তারা বাজারে এনেছে ‘সেলফি হ্যাট’।
সেলফি হ্যাটকে তারা ফ্যাশনের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করছে। অভিনব এই সেলফি টুপির ডিজাইন করেছেন ক্রিশ্চিয়ান কোয়ান-স্যানলুইস।
এসারের পক্ষ থেকে জানানো হয়, সেলফি হ্যাট হচ্ছে বিশালাকৃতির গোলাকার এক টুপি। তার ঠিক সামনে ঝুলে থাকবে এসার আইকনিয়া এআই-৮৪০ ট্যাবলেট। একদম সঠিক অ্যাঙ্গেল থেকে দারুণ সব ছবি তুলে দেবে এটি।
চলতি সপ্তাহে লন্ডন ফ্যাশন উইকে প্রথম সেলফি হ্যাট প্রদর্শন করা হয়। তবে এখনই উত্তেজিত হয়ে লাভ নেই। কারণ এসার এখনও আনুষ্ঠানিকভাবে এটি বাজারে ছাড়েনি।
যাদের মন একবারেই মানতে চাইবে না, তারা সরাসরি দেখা করতে পারেন এর ডিজাইনার কোয়ান-স্যানলুইসের সাথে। তিনি হয়ত একটা ব্যবস্থা করলেও করতে পারেন।
বলে রাখা ভালো, জনপ্রিয় পপ তারকা লেডি গাগার অসংখ্য পোশাকের ডিজাইন কিন্তু এই কোয়ান-স্যানলুইসই করেন।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪