ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদের বৃহস্পতিবার ও রোববার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত।
বৃহস্পতিবার ভোর ছয়টায় শুরু হওয়া হরতালের প্রথম ভাগে রাজধানীর ভেতরে যান চলাচল কিছুটা কম থাকলেও বাসস্টপেজগুলোতে অফিসমুখী মানুষের ভিড় ছিল স্বাভাবিক দিনের মতোই।
যান চলাচল তুলনামূলক কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীর। এসময় রিকশা-ভ্যান-হিউম্যান হলারে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে দেখা যায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের।
হরতালে নাশকতার আশঙ্কায় ব্যবসা প্রতিষ্ঠানসহ রাজধানীর কিছু কিছু মার্কেট বন্ধ থাকলেও স্বাভাবিক দিনের মতোই চলে সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজ-কর্ম।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন), ৠাপিড অ্যাকশান ব্যাটেলিয়ানের (ৠাব) সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
এছাড়াও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত ছিল। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মমুখর হয়ে ওঠে রাজধানী।
সকাল থেকে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস রাজধানী ছেড়ে না যাওয়ায় সকাল থেকেই গাবতলী, সায়দাবাদ এবং মহাখালী বাসস্ট্যান্ডে ব্যাগ নিয়ে বসে থাকতে দেখা যায় অনেককে।
একইভাবে ভোগান্তিতে পড়েন দেশের বাইরে থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা। হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে দীর্ঘ সময় লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।
তবে সকাল গড়িয়ে দুপুর হতেই উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে বাস চলতে শুরু করে। রাজধানীর ভেতরেও বিভিন্ন সড়কে যানজট চোখে পড়ে।
ট্রেনের সিডিউল কিছুটা বিঘ্নিত থাকলেও কমলাপুর, বিমানবন্দর স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
অন্যদিকে হরতালের কারণে ক্রেতার চাপ না থাকায় রাজধানীর শাহবাগ, টিএসসি এবং বাসাবোতে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় কুটির শিল্পীদের।
বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪