ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

রান্নাঘরের শেলফের ভেতর এলিয়েনের কঙ্কাল!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
রান্নাঘরের শেলফের ভেতর এলিয়েনের কঙ্কাল!

ঢাকা: পড়ে একটু আশ্চর্যই ঠেকবে। তবে একেবারে উড়িয়ে দেয়ার মতোও নয়।

ইংল্যান্ডের এক রান্নাঘরে শেলফের আড়ালে পাওয়া গেল এলিয়েনের কঙ্কাল!
উড়িয়ে দেয়ার মতো নয় এজন্য বলা হচ্ছে, কঙ্কালটি হুবহু ক্ল্যাসিক হরর ছবির এলিয়েনের মতো দেখতে।  

কঙ্কালটি খুঁজে পান ল্যাঙ্কাশায়ারের আল্টকারের কেভিন রেয়া। পেশায় কেভিন একজন রেকর্ড সংরক্ষণ কর্মকর্তা। সম্প্রতি একজন সীসক কর্মকারকে (সীসার জিনিসপত্র বানান যিনি) ডেকে রান্নাঘরের শেলফের ফাঁকফোকর সারানোর সময় তিনি এটির দেখা পান।     

শোনা যাক তার মুখেই, কঙ্কালটির সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু দেখে মনে হলো এটি এলিয়েন। যেন ‘এলিয়েন’ সিনেমা থেকে বেরিয়ে এসেছে। আমি বেশকিছু ছবি তুলে ছড়িয়ে দিই।

১৯৭৯ সালে মুক্তি পায় রিডলে স্কট পরিচালিত ‘এলিয়েন‘ ছবি। ছবিতে সুইস পরাবাস্তব শিল্পী এইচআর জিগার এলিয়েনের নকশা করে একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) পান।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।