ঢাকা: কেক দেখলেই সবার আগে গপাগপ খাওয়ার কথা মাথায় আসে! আর আসবেই বা না কেনো! এমন লোভনীয় আর মজার করে সেগুলো বানানো হয়, তখন ওই একটি কথা ছাড়া কিছু মাথায় আসে না।
সেই কেক যদি পড়ে কোনো শিল্পীর হাতে, তাহলে ঘটনা হয়ে যায় উল্টো! বলা ভালো, কেকের নকশা যদি শিল্পী করেন, তখন দেখার মতো একটি দৃশ্য হয়।
সেরকম দশটি কেক আপনাদের সামনে পরিবেশন করছি। কেমন দেখতে, কিভাবে কী, কিছুই বললাম না। বরং আপনার চোখ আর মুখের একটা পরীক্ষা হয়ে যাক। খাবেন না দেখবেন!
লাইব্রেরি কেক
‘জলকাদায় শূকরছানার জলকেলি’ কেক
আপ (বিখ্যাত অ্যানিমেশন ছবি) কেক
প্লানেট কেক
রেড ড্রাগন কেক
পান্ডা কেক
আইস এজ (বিখ্যাত অ্যানিমেশন ছবি) কেক
জিরাফ মা ও ছানা কেক
বিয়ার বাকেট কেক
পোলো শার্ট কেক
বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪