ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। আর যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
এক. আমাদের চিরায়ত গ্রাম-বাংলার তালের সারি। ছবিটি বগুড়া জেলার নন্দ্রীগ্রাম উপজেলার চেলো গ্রাম থেকে তুলে পাঠিয়েছেন এ এস এম শামসুজ্জোহা কবীর (রিটন)।
দুই. নদী পাড়ে কংক্রিটের ব্যস্ত শহর। ঢাকার আমিনবজার থেকে তুরাগ নদীর পাড়ের এ দৃশ্য ধারণ করেছেন মাহফুজুর রহমান।
তিন. রুটি-রুজির মেশিন রিকশাটি যত্নে পরিষ্কার করছেন এর চালক। ছবিটি তুলেছেন এ এফ এম শুয়াইব আখতার।
চার. সড়কে কৃষাণির ধান শুকানো, ধান ছড়ানোর এই ছবিটি ধারণ করেছেন লাকসাম থেকে এ এইচ এম আনিসুজ্জামান।
পাঁচ. বনকোকিল, সম্প্রতি খুব কম দেখা যায়। ছবিটি চট্টগ্রাম থেকে ধারণ করে পাঠিয়েছেন মীর মনিরুল হক
ছয়. সুন্দরবনে ভাটির সময় নৌকা বাঁধার এ দৃশ্য ধারণ করেছেন বাগেরহাটের শাহরিয়ার ইকবাল।
সাত. জীবনের পথে... ঝালমুড়ি বিক্রেতার এ ছবিটি পাঠিয়েছেন বাগেরহাট থেকে ইনজামামুল হক।
আট. মা। দৃশ্যটি ধারণ করেছেন রাজধানীর আগারগাঁও থেকে ডা. জ্যোতির্ময় দাস।
নয়. দিন শেষে সব পাখি ফেরে আপন নীড়ে। ড. জ্যোতির্ময় দাস মিরপুরে বাসার ছাদ থেকে দৃশ্যটি ধারণ করেছেন।
দশ. টাঙ্গাইলের ঝিনুক নদীর নয়নাভিরাম এ দৃশ্য ধারণ করেছেন ঢাকা নিকুঞ্জের রাইয়ানুল হক।
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪