ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। আর যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
এক. দুরন্ত শৈশব! ওরা তিনজন একসঙ্গে মাছ ধরছিলো। পাশেই আর একজনের জালে ধরা পড়েছে বড় এক রুই মাছ, আর তা দেখতেই ছুট! ছবিটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তিস্তা নদীর পাড় থেকে তুলেছেন আসাদ রাসেল।
দুই. শৈশব মানেই যেন স্বাধীনতা! ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শিমরাইল গ্রামের এই দুরন্ত শিশুর ছবিটি ধারণ করেছেন মালয়েশিয়া প্রবাসী মো. জাহাঙ্গীর।
তিন. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলা থেকে তোলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অগণিত মোটরবাইকের এ দৃশ্যটি যেন জীবিকার প্রতিচ্ছবি। মিরপুরের ইমতিয়াজ আহমেদ খান দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন।
চার. আলিঙ্গন। অসাধারণ এ ছবিটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে তুলেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের ভিডিও এডিটর মাসুম আহমেদ।
পাঁচ. লাল রঙের ব্যতিক্রমী এই ছত্রাকের ছবিটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে তুলেছেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. মনির হোসেন।
ছয়. কু-ঝিকঝিক কু-ঝিকঝিক শব্দে লাউয়াছড়া বনের মাঝ দিয়ে ছুটে চলেছে ট্রেন। রাজধানীর মোহাম্মদপুরবাসী মাহফুজুর রহমান তুলেছেন ছবিটি।
সাত. সুরমা নদীর বুক বেয়ে বর্ডার থেকে আসছে পাথর বোঝাই নৌকা। দূর দিগন্তে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ছুঁয়েছে নীল আকাশের মেঘ। এ দৃশ্য ধরা পড়েছে সুনামগঞ্জের মৌলি মজুমদারের ক্যামেরায়।
আট. মেঘলা আকাশের নিচে ধানক্ষেতের পাশে বসে থাকা শিশুটির ছবি তুলেছেন খুলনার সাংবাদিক মো. জাকারিয়া মল্লিক স্বাধীন।
নয়. ফুলে ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহ করছে প্রজাপতি। বগুড়া থেকে ছবিটি তুলেছেন রাশেদ উল কাদির রুম্মান।
দশ. ট্রেনের বেগে দৌড়াচ্ছে শিশুটি, জীবনযুদ্ধে প্রতিদিন তাকে এভাবেই দৌড়াতে হয়। কমলাপুর রেলস্টেশন থেকে ছবিটি তুলেছেন অনিক ইসলাম জাকি।
এগার. রয়েছে মৃত্যুঝুঁকি, রয়েছে আইনের বাধা, তবুও জীবন... এ ছবিটিও তুলেছেন অনিক ইসলাম জাকি।
বারো. এটি কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকত নয়; কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের পদ্মা নদীর তীরে গোধূলি বেলার অনুপম দৃশ্য। ক্যামেরায় ধারণ করেছেন কুষ্টিয়ার মুজিব ফেরদৌস।
তের. খাদ্যের সন্ধানে চড়াইকূল হানা দিয়েছে মুদি দোকানে। চাঁদপুর থেকে ছবিটি তুলেছেন সংবাদকর্মী কামরুজ্জামান টুটুল।
চোদ্দ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছাদ থেকে তিলোত্তমা ঢাকা নগরী। ছবিটি তুলেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল বারিক।
পনের. বর্ষাকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শলী গ্রামে সূর্যাস্তের দৃশ্যটি ধারণ করেছেন শিক্ষার্থী রাদিত রাইয়ান অন্তর।
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪