ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
অপরের উচ্ছিষ্ট খুটে খেয়েই চলে কারও কারও জীবন। ডাস্টবিন তাদের তিনবেলার ঠিকানা। রাজধানীর গেন্ডারিয়া থেকে ছবিটি মোবাইল ক্যামেরায় তুলে পাঠিয়েছেন লরেন্স রানা।
মিরপুরবাসী ফজলে রেজওয়ান করিমের ক্যামেরায় শহরের ইট কাঠের রুক্ষ স্থাপনার মধ্যে ভিন্ন আঙ্গিকে গড়া জাহাজ বাড়ি। ঢাকায় ধানমন্ডি লেকের পাশে একটি জনপ্রিয় স্থান এটি।
বাজরিকা পাখি। মা পাখিটি ৩টি ডিম পাড়ার পর একটি বাচ্চা ফুটে এতটুকুন বড় হয়েছে। বাচ্চাটাকে হাতে নিয়ে অনেক আনন্দ অনুভূত হলো। সেটি ধরে রাখার জন্যই ছবিটি। গাজীপুরের কোনাবাড়ি থেকে ফয়সাল আহমেদ তুষারে পাঠানো।
শরতের রংধনুর পাহাড়। ছবিটি বান্দরবানের লামা-আলীকদম সড়ক থেকে তোলা। পাঠিয়েছেন লোকমান হাকিম কক্সবাজার থেকে।
জীবনের তাগিদে ছুটে চলা। প্রতিনিয়ত এইভাবে তাদের ছুটে যেতে হয় এপার থেকে ওপার। রাঙামাটি কাপ্তাই লেক থেকে চট্টগ্রামের খাজা মাইনুদ্দিন বাবলুর ক্লিক।
ভারতের মেঘালয় পাহাড়ের কোলঘেঁষে ধলয় নদীর নীলাভ জলরাশিতে নৌকা। কোম্পানিগঞ্জ সিলেট থেকে ছবিটি অ্যাডভোকেট পরীক্ষিত রনির তোলা।
বর্ষা শেষেও খাল বিল নদীতে উছলে পড়ছে যৌবন। জীবিকার সন্ধানে নৌকায় মাছ ধরার ই ছবিটি ক্যামেরাবন্দি করেছেন সাভারের ফারিয়া লারা তুলি।
বিউটিফুল বাংলাদেশ। আলো-আঁধারির গল্প। পতেঙ্গা সৈকত থেকে ছবি তুলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৌহিদ জামান।
সবুজ প্রকৃতিমাঝে শান্তির নীড়। যেন একমাত্র নিরাপদ আশ্রয়। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন ডা. জ্যোতির্ময় দাস।
পুকুরপাড়ে তিলোত্তমা নগরী ঢাকা। ভাবতে একটু অবাকই লাগে। ঢাকায় পুকুর! মিরপুর ডিওএইচএস থেকে খালিদ খানের ক্লিক।
ফুলের জন্য ভালোবাসা...আমি বনফুল। রাজধানীর বলধা গার্ডেন থেকে তোলা ছবিটি পাঠিয়েছেন ভূটানে কর্মরত জহির ইকবাল।
জীবিকার জন্য মাছ ধরা। মাছধরা এই তিন শিশুর কাছে খেলা নয়। স্কুল শেষে তাদের সামান্য প্রচেষ্টায় পরিবারও কিছুটা পায় সহযোগিতা। বগুড়া থেকে ছবিটি মঞ্জুর মোর্শেদের তোলা।
নীলগিরি রিসোর্ট থেকে বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য। যাত্রবাড়ীর শাখাওয়াত হোসেনের পাঠানো ছবি।
রাঙামাটির কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে ট্যুরিস্ট বোট। কাপ্তাই থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন মোহাম্মদ রোকনুজ্জামান।
শেষ বিকেলে সূর্যাস্তের গ্রামীণ মোহনীয় দৃশ্য। পিঙ্গিরিয়া থেকে ক্যামেরাবন্দি করেছেন বাগেরহাট মোড়েলগঞ্জের মো. জাকারিয়া মল্লিক
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪