ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই সেই তালিকায় এগিয়ে থাকছে। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন।
আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
বুনা কাপড়ে নিজেদের প্রয়োজন মিটিয়ে, তা বাজারে বিক্রিও করছেন পাহাড়ি নারীরা। জীবিকার প্রয়োজনে কাপড় বুনার দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেছেন খাগড়াছড়ির সৌখিন ফটোগ্রাফার বিপ্লব তালুকদার।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে বাউল বেশে এক দোকানি। নিজেই ডুগডুগি বাজিয়ে মনের সুখে গান ধরেন এই বাউল। ছবিটি তুলেছেন প্রফেসরস প্রকাশনের রেজাউল করিম।
মায়ের ভালোবাসা অসীম। দুপুরের কড়া রোদে গাছের মগডালে নিজের বাসায় ডিমে তাঁ দিচ্ছে মা কাক। শরতের দুপুরে বন্দরনগরীর পাহাড়তলী রেলওয়ে জোড় দিঘির পাড় এলাকা থেকে ছবিটি তুলেছেন চট্টগ্রামের পাঠানটুলীর সৌখিন ফটোগ্রাফার শেখ মোহাম্মদ জুলফিকার বিপুল।
শরতের আকাশ, রাজধানীর মতিঝিলের ইস্পানি ভবনের ছাদ থেকে ফ্রেমবন্দি করেছেন বাংলানিউজের মঞ্জুরুল ইসলাম চৌধুরী।
আবহমান বাংলার খালে-বিলে জাল ফেলে মাছ ধরার দৃশ্য অহরহ চোখে পড়ে। কুমিল্লার দাউদকান্দি পাঁচরঙ্গী গ্রামের একটি খালে এমন দৃশ্য ফ্রেমবন্দি করেছেন রাজধানীর গুলশান নিকেতনের পাঠক সালাহ উদ্দিন শরীফ।
‘নদী ও সাগরের মিলনস্থল, শীর্ষক ছবিটি টেকনাফ থেকে সেন্টমাটিন যাওয়ার পথে সাগরের মোহনায় ছবিটি তুলেছেন চট্টগ্রামের উত্তর নালাপাড়ার জসিম উদ্দিন।
সমুদ্রে গেলে মনে হয় যেনো ওপারে সূর্যটা ডুবে যাচ্ছে। কক্সবাজারের ইনানী সৈকত থেকে এমনই সূর্যাস্তের ছবিটি তুলেছেন রাজধানীর ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম বিন ইসলাম।
মিরপুর চিড়িয়াখানা থেকে বকের বসে থাকার ছবিটি তুলেছেন রিগাল।
রাজধানীর গুলশান-১এর লেকভিউ এলাকায় সূর্যাস্তের দৃশ্য ধারণ করেছেন পাঠক লাভলী আকতার তমা।
বগুড়ার গাবতলী থানার বাগবাড়ী এলাকায় ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রেতিযোগিতার ছবিটি তুলেছেন বগুড়া ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সদস্য রাশেদ উল কাদির রুম্মান।
রাঙামাটির কাপ্তাই বাঁধের ছবিটি তুলেছেন বাংলাদেশ ব্যাংকের (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ ) উপ পরিচালক পারওয়েজ আনজেম মুনির।
জোৎস্না রাতে নৌকা ভ্রমণে গিয়ে সাভারের নবীনগর এলাকা থেকে ছবিটি ফ্রেমেবন্দি করেছেন গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. ইমরান হাসান জনি।
মা রান্নায় ব্যস্ত, বাবা জীবিকার সন্ধানে। নিজেই নিজের খেলার সঙ্গী। আপন মনে শিশুর হামাঘুরি ও খেলার দৃশ্যটি তুলেছেন বিদ্যুত খোশনবীশ। ছবিটি টাঙ্গাইল শহরের নিকটবর্তী নগর-জালফৈ এলাকা থেকে তোলা।
মেঘনা নদীতে জাল হাতে জেলেরা। রামগতি থেকে ছবিটি তুলেছেন বাংলানিউজের পাঠক আশরাফুল আলম হান্নান।
শত অভাব অনটন গ্রাস করতে পারেনি তাকে। দিন আনি দিন খাই পরিবারের ওই শিশুটির হাসি যেন বাংলাদেশের মডেল, যেন বাংলাদেশ হাসছে। ছবিটি বন্দরনগরীর হালিশহর বেড়িবাঁধ এলাকার একটি বস্তি থেকে তুলেছেন আনোয়ারার কুনিরবিলের মো. বেলাল উদ্দীন।
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪