ঢাকা: পথে হল দেরি! না, সিনেমার নাম নয়। বরং নগর জীবনের করুণ বাস্তবতা।
মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটেনি। দুদিন টানা হরতালের পর রাজধানী তার পুরনো রূপে ফিরে এসেছে।
টানা দু‘দিনের হরতাল শেষে এদিন সকাল থেকেই রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে প্রধান সড়কগুলোতে দীর্ঘ সময় আটকে থাকে যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
বাংলানিউজের ক্যামেরায় উঠে আসে দুঃসহ যানজটের এ চিত্র!
শাহবাগ থেকে শুরু করে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। মালিবাগ থেকে বাড্ডার রাস্তা যানবাহনে ঠাসা। এছাড়াও কারওয়ান বাজার, ফার্মগেট, মৎস ভবন, পল্টন, মতিঝিল , ধানমন্ডি, নিউমার্কেট, মগবাজার, মিরপুর রোডে যানবাহন যেন স্থবির হয়ে পড়েছে।
ভুক্তভোগী বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মো. শাকিব জানান, ফার্মগেটে ৪০ মিনিট দাঁড়িয়ে থেকে কোনো বাসে উঠতে পারিনি। পরে ডাবল ভাড়া নিয়ে সিএনজি নিয়ে অফিসে যাচ্ছি। তারপরও ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারবো কিনা বলতে পারছি না।
তিনি বলেন, সকাল থেকে রাস্তায় প্রচুর গাড়ির চাপ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ আরও বাড়ছে। হরতালের পর যেন বেশি মানুষ বের হয়েছে।
পল্টন থেকে গাবতলীগামী বাসের যাত্রী সোহেল রানা বলেন, পল্টন মোড় থেকে সাড়ে ১০ টায় বাসে উঠেছি। আসাদগেটে আসতে দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে।
এদিকে উত্তরা থেকে মতিঝিলে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা জসিম উদ্দিন। তিনি বলেন, উত্তরার জসিমউদ্দিন রোড থেকে বাসে উঠে কাকরাইল মোড় পর্যন্ত আসতে ৩ ঘণ্টা লেগেছে। অথচ অন্যদিন গন্তব্যে পৌঁছাতে সময় লাগে দেড় ঘণ্টার মতো।
ট্রাফিক সার্জেন (ঢাকা দক্ষিণ) মো. জুয়েল রানা বাংলানিউজকে বলেন, টানা হরতালের পর রাস্তায় প্রচুর যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া গত কয়েকদিনের বৃষ্টিতে অনেক সড়কে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারছে না । এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪