ঢাকা: পাহাড়চূড়ায় প্রচণ্ড কুয়াশা আর তুষার ঝড়ে তাবু পাতার মতো মহা ঝামেলার কাজ বুঝি আর নেই! একমাত্র ভুক্তভোগীরাই এই কষ্ট বোঝেন। সেই কষ্ট বুঝি এবার দূর হতে চললো আল্পসের পর্বতে।
শুধু যারা পাহাড় চষে বেড়ান তারাই নন, যে কেউ ছুটি কাটিয়ে আসতে পারেন ইতালিয়ান আল্পসের চূড়ায়। আপনার থাকা-খাওয়ার সব চিন্তা ছেড়ে দিন চূড়াস্থিত হোটেল কর্তৃপক্ষের উপর। হ্যাঁ, একদম বিনামূল্যে!
হোটেলটি জুলিয়ান আল্পসের ফরোনোন বুইঞ্জ চূড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই চূড়ার উচ্চতা আট হাজার ৩০০ ফুট। এখানেই পাবেন হোটেলটি।
তবে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গার হোটেল কিনা, তা নিয়ে একটু সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ পেরুর আন্দিজ পর্বতের চূড়ার উপরও কাছাকাছি উচ্চতার একটি হোটেল রয়েছে। চূড়াটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুটের সামান্য একটু বেশি।
বলে রাখা ভালো, হোটেলটির রোমাঞ্চকর সুযোগ-সুবিধা উপভোগ করতে, প্রথমে আপনাকে পেরোতে হবে আট হাজার ৩০০ ফুটের প্রাকৃতিক বৈরী বাধা। সেটা জয় করতে পারলেই কেল্লা ফতে!
হোটেলটি ইতালির পর্বতারোহী লুকা ভুয়েরিচের স্মরণে বানানো হয়। ওয়াটারফল পার হওয়ার সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় তিনি নিহত হন।
তাবুর মতো দেখতে হোটেলটি কাঠ এবং স্টিল দিয়ে বানানো হয়েছে। হোটেলের ভেতরে আছে নয়টি আলাদা আলাদা শোবার জায়গা।
ইতালিয়ান ফার্ম দিমেলেঙ্গো এমনভাবে বানিয়েছে যাতে হোটেলটি শক্তিশালী বরফঝড় প্রতিরোধ করতে পারে। কাঠ ও স্টিলের শক্তিশালী আবরণ সহজেই রুখে দেবে ঝড়ের তাণ্ডব।
হোটেল নিয়ে তো অনেক কথাই হলো, কিন্তু একজনের কথা না বললেই নয়! এটি বানানোর চিন্তা প্রথম মাথায় আসে ইতালির স্থপতি জিওভান্নি পেসকামোসকার মাথা থেকে।
হোটেল নিয়ে শোনা যাক তার মুখ থেকে, শুধু যারা পাহাড় ভালোবাসেন, প্রথম দিন থেকেই তাদের কথা মাথায় রেখে এটি বানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪