ঢাকা: সম্প্রতি ভূতের দেখা মিলল মেক্সিকার একটি পুলিশ স্টেশনে। বলা ভালো, সিসিটিভির ভিডিও ফুটেজে।
থানার এক দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গোপন ক্যামেরায় ভৌতিক কিছুর অস্তিত্ব লক্ষ্য করেন। কার্ল রোমেরো নামে এ কর্মকর্তার ধারণা, ওটা মানুষের কোনো ভূত ছিল।
শোনা যাক তার মুখেই, আমি ভূতে বিশ্বাস করি। আমি জানি না, ভিডিওতে আসলে কী ছিল। তবে এই এলাকায় বেশকিছু খুনের রহস্য এখনও উদঘাটন করা যায়নি।
ভিডিওতে দেখা যায়, সাদা ধোঁয়ার মতো কিছু একটা, এদিক থেকে ওদিকে যাচ্ছে।
এ বিষয়ে অস্বাভাবিক বিষয়বস্তু নিয়ে তদন্তকারী কর্মকর্তা ব্রায়ান বোনার বলেন, ভিডিওর সাদা ওই বস্তুটি ছোট কোনো পোকামাকড় হতে পারে। আমার ধারণা এটি ছোট একটি মাকড়সা। ক্যামেরা লেন্সের কোনো কারসাজিতে ওরকম ভৌতিক ব্যাপারে পরিণত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪