ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

চা শ্রমিকদের মধ্যাহ্ন ভোজ... সাধারণত চিড়া বা করই (চাল ভাজা), সাথে কচি চায়ের কুঁড়ি, লবণ, মরিচ দিয়ে ভর্তা বানিয়ে চলে চা-শ্রমিকদের দুপুরের খাবার। মৌলভীবাজার থেকে ছবি তুলে পাঠিয়েছেন রনজিৎ দত্ত জনি।

কচি কচি পাতায় ভরে উঠছে গাছটি। কচি পাতার আনন্দে শুরু হয়েছে পাখির কলকাকলি। চট্টগ্রাম থেকে ছবিটি পাঠিয়েছেন ইসহাক ওমর।

মাকড়শার জালের নান্দনিক এই ছবিটি টাংগাইলের ধনবাড়ি গ্রাম থেকে তুলেছেন মোর্শেদুর রহমান সুমন।

বর্ষাকালে যমুনার রূপ। যমুনা সেতুর উপর বাস থেকে ছবিটি তুলেছেন শাকিল আহমেদ হৃদয়।

কাক ডাকা ভোরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন এক জেলে। ঢাকার নবাবগঞ্জ থেকে দৃশ্যটি ধারণ করেছেন চন্দন হালদার।

সকালের নাফ নদীতে যেন ঝিকমিক করছে মুক্তা। দৃশ্যটি ক্যামেরায় ফ্রেমবন্দি করেছেন এমরানুল ইসলাম।

বিকেলের পড়ন্ত আলোয় শান্ত মেঘনা। চাঁদপুর থেকে ছবিটি তুলেছেন কামরুজ্জামান টুটুল।

নাটোর জেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকাযুক্ত স্মৃতিসৌধ। ছবিটি তুলেছেন ফজলে রেজওয়ান করিম।

ভিন্নরূপে কাশফুল... ময়মনসিংহের চরপাড়া থেকে নান্দনিক এ ছবি তুলে পাঠিয়েছেন এহ্‌সান শুভ।

পিঁপড়া... বড়দিয়া, রামপাল, বাগেরহাট থেকে দৃশ্যটি ধারণ করেছেন উজ্জ্বল কুমার পাল।

গোধূলী গগনে মেঘে... বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল আলমের ক্যামেরায়।

বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ! মধুমতি নদীতে নৌকা বাইচের দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন সজল কুমার বোস।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।