ঢাকা: সবাই চায় ছবিতে তাকে সবচেয়ে ভালো দেখাক। এই সবাই বলতে মানুষকেই ধরে নেওয়া হয়।
তবে দিন বদলেছে। পোজ কি শুধু মানুষই দেবে! এখন স্মার্টফোনের যুগ। প্রাণিরাও তাই এখন অনেক বেশি স্মার্ট।
সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের তোলা বেশকিছু ছবিতে তেমনটাই মনে হলো। বিশ্বের বিভিন্ন অঞ্চল ঘুরে তারা ছবিগুলো তুলেছেন।
ছবি দেখে মনে হবে, পরিবার-পরিজন নিয়ে তারা ছুটি কাটাতে এসেছে। সঙ্গে নিয়ে এসেছে ব্যক্তিগত আলোকচিত্রী। একেবারে সেজেগুজে পোজ দিয়ে ছবিগুলো তোলা।
বরং ছবিতে দেখে নিন তাদের পোজ!
বরফের দুনিয়ায় শ্বেত ভাল্লুক পরিবার।
আজ চুমুর দিব্যি, শুধু তোমাকেই চাই!
বাবা আর মায়ের চেয়েও একধাপ বেশি স্মার্ট ব্যাঘ্র শাবক।
একপাশে বাবা, অন্যপাশে মা- মাঝখানে তিন কুকুরছানা।
কেমন লাগছে, পেঙ্গুইন পরিবারের পোজ!
ওভাবে নয়, এভাবে তাকাও, দেখ আমি কিভাবে তাকিয়েছি!
মা নিচে থাকলে কী হবে, ছানারা ঠিকই গাছের চড়ে বসে আছে।
লম্বু জিরাফের দীর্ঘ ভালোবাসা!
রেডি, ওয়ান-টু-থ্রি, ক্লিক!
মায়ের বকুনিতেও কাজ হলো না, জানলা ঝুলে পোজ দিল দুষ্টু বিড়ালছানা।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪