ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৭

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৭

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

আমাদের দেশে ইদানীং সব জেলাতেই কমবেশি ফলছে সুস্বাদু ফল কমলা। বাড়ির আঙিনায় সবুজ কমলার ছবিটি শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলা থেকে রাশেদ আহমেদ শাওনের তোলা।

গোধূলি বেলায়। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মোবাইল ক্যামেরায় ছবিটি তুলেছেন মাইদুর রহমান রুবেল।

উপরে নীল আকাশ, নিচে সবুজের সমারোহ। মুন্সীগঞ্জ জেলার উত্তর কাজী কসবা গ্রাম থেকে ছবিটি পাঠিয়েছেন মুহাম্মদ মাসুম হোসেন।

অস্তাচলে অগ্নিগর্ভা সূর্য। উত্তরা ঢাকা থেকে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন ফরহাদ হাসান।

গোধূলি লগ্নে সাগর সৈকতে শামুক-ঝিনুক কুড়ানী শিশু। ছবিটি ক্যামেরাবন্দি করেছেন চট্টগ্রামের শাহ আলম মিন্টু।

শীতকালে বিবর্ণ রাতারগুলের ছবিটি তুলেছেন চট্টগ্রামের শিক্তা দেউড়ী।

বাংলাদেশের সবুজ শ্যামল এই প্রাকৃতিক রূপ দেখে জুড়িয়ে যায় মন...সিলেটের জাকারিয়া সিটি থেকে ছবিটি তোলা সৈয়দা উম্মে হাবীবার।

শুধুই নীরবতা...। সম্রাট ছবিটি তুলেছেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার অন্তর্গত তিনথোপা বিল থেকে।

শরতের শুভ্রতা। ঢাকার সাজিদ আরাফাতের তোলা ছবি।

বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান সিলেটের রাতারগুল জলারবন। মানিকগঞ্জের শাহীন হোসেনের চোখে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।