ঢাকা: বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির বানর পিগমি মারমোসেট। উচ্চতা মাত্র ৫ থেকে ৬ ইঞ্চি।
খুব ছটফটে চঞ্চল প্রকৃতির প্রাণী মারমোসেট। দারুণ আদুরেও। বাড়িতে অনেকে এদের পুষে থাকেন। আর টুথব্রাশ খুব পছন্দ এদের। ব্রাশ দিয়ে মাথায় গায়ে বুলিয়ে বা আঁচড়ে দিলে আরাম পায় এরা। বসে থাকে চুপটি করে।
এমনিতে ছটফটে হলেও ব্রাশ থেরাপি তাদের শান্ত করতে সবচেয়ে কার্যকরী। বাকিটা ভিডিওতে দেখে নিন:
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪