ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

একেই বলে সেলফি ম্যানিয়া!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
একেই বলে সেলফি ম্যানিয়া!

ঢাকা: দুই বন্ধুকে নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন আলেকজান্ডার রেমনেভ। তরুণ এ রাশিয়ান আলোকচিত্রীর শখ ‘সেলফি’ তোলা।



ভাবতে পারেন, এ আর এমন কি, সেলফি তো সবাই তোলে। হ্যাঁ, সেলফি সবাই তোলে, কিন্তু তার মতো করে হয়ত কেউ তোলে না!

লাইনটা আবার লিখি, তরুণ এ রাশিয়ান আলোকচিত্রীর শখ পৃথিবীর সব সুউচ্চ ভবনের চূড়ায় উঠে ‘সেলফি’ তোলা। এবার বুঝলেন তো, শখ কেবল সেলফিতেই আটকে নেই, যথেষ্ট বিপজ্জনকও বটে।

বিশ্বব্যাপী ঘুরে ঘুরে ভয় জাগানিয়া সব ভবনে চড়ে সেলফি তুলছেন আলেকজান্ডার ও তার দল। সেই ধারাবাহিকতায় সেলফি ম্যানিয়াকরা এখন হংকংয়ে।

এ বিষয়ে আলেকজান্ডারের মত, পৃথিবীটাকে একটু ‍আলাদা চোখে দেখাই তাদের লক্ষ্য।

ছবিতে দেখে নেওয়া যাক তাদের ‘হংকং সেলফি’, মানে হংকং ভ্রমণ।   


হংকংয়ের একটি সুউচ্চ ভবনের চূড়ায় আলেকজান্ডারের বন্ধু এরিকের ঝুলন্ত সেলফি। শুধু সেলফি বললে ভুল হবে, এভাবে ছবি তোলাটা বেশ বিপজ্জনক। মুহূর্তের ভুলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।  


সবার উপরে আমরা! এবার আলেকজান্ডার আর এরিকের সঙ্গে ড্যানিলা (মাঝে)।


হংকংয়ের ৫ম সর্বোচ্চ ভবনে দলনায়ক আলেকজান্ডার।


রাতে উপর থেকে নিচের হংকং শহর। অবশ্যই সেলফি ম্যানিয়াকদের তোলা।


আকাশতলে ভিক্টোরিয়া পিকসহ হংকং শহর।    

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, নভেম্বর২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।