ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফিচার

বিয়ার-মাতাল হাঁস আর কুকুরের লড়াই!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
বিয়ার-মাতাল হাঁস আর কুকুরের লড়াই!

মানুষ মাতাল হয়। পাঁড় মাতালও হয়।

  মাতাল যারা হয়, তারা মাতলামিও করে। মাতাল আর মাতলামি দু’জনে যেন দু’জনার। একেক সুরাপ্রেমীর একেক সুরা পছন্দ। কারো কারো আবার বিয়ার খুব পছন্দ। কিন্তু ‘বিয়ারপ্রেমী হাঁস’ ---এমন কথা শুনেছেন কখনো? হ্যাঁ, এমনই এক বিয়ারপ্রেমী হাঁসের খোঁজ মিলেছে ব্রিটেনে। ঘরে বসে নয়, রীতিমতো বার-এ (পাব) গিয়ে গেলাসে গেলাসে বিয়ার পান করে সে নিয়মিত। খুব বেশি অবাক হলেন বুঝি? না না, এতো বেশি অবাক হবার কিছু নেই। আসল কথাটা এখনও কিন্তু বলাই হয়নি।

মাতাল হয়ে মানুষ যেমন মারামারি বাঁধায়, তেমন কাণ্ড করতেও বাদ রাখেনি এই হংসপ্রবর। পাব—এ কুকুরের সঙ্গে লড়াই বাঁধিয়ে দেয় সে। কিন্তু এখানেই হিসেবের গোলমাল করে ফেলেছিল সে। মাংসাশী প্রাণী কুকুর হাঁসটির ‘বেয়াদবি’ সহ্য করেনি। হাঁসের ঠোঁটের কাছটায় সে এমনই কামড় বসিয়ে দিয়েছে যে,  বেচারা হাঁসকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিস্তারিত জানার আগে পড়ে নিন এ-ব্যাপারে পত্রিকার করা শিরোনাম: ‘Britain's booziest duck recovering after being injured in bar brawl with a dog.’
এই মদো-মাতাল হংসপ্রবরের নাম ‘স্টার’ বা ‘তারকা’। যেমন কাজ তেমন তার নাম! আর বেরসিক কুকুরটির নাম মেগি। মেগির কামড়টা এতো গুরুতর ছিল যে, অস্ত্রোপচার করতে হয়েছে শল্যচিকিৎসকদের।

স্টার নামের এই হাঁস প্রতিদিনই পানশালার (পাব) মালিক ব্যারি হেইম্যানের সঙ্গে পানশালায় বসে পিয়ার পান করে নিয়মিত। কুকুরের এহেন আক্রমণের পরেও সে দিব্যি সেরে উঠছে বলে জানালেন ব্যারি (৬৯)নিজে: “Star is a tough cookie and came out of it okay.’’ তার দ্রুত সেরে ওঠা দেখে চিকিৎসকরাও বেশ খুশি।

ঘটনাটা ঘটেছে ইংল্যান্ডের ডেভন শহরে। উল্লেখ্য, হাঁস স্টার আর কুকুর মেগি—দুজনেই পাবনশালার মালিক ব্যারি হেইম্যানের অতি আদরের পোষা প্রাণি। হাঁসটার বিয়ার পানের অনুষ্ঠান করে চ্যারিটির জন্য টাকাও তোলেন এই রসিক বুড়ো।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২১০৫
জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।