ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

চীনের সবচেয়ে বড় কৃত্রিম জলপ্রপাত

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
চীনের সবচেয়ে বড় কৃত্রিম জলপ্রপাত ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি চীনের সবচেয়ে বড় কৃত্রিম জলপ্রপাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে।

ইউনানের প্রাদেশিক রাজধানী কুনমিংয়ের মানবসৃষ্ট জলপ্রপাতটি নতুন বছরের শুরুতেই বিনামূল্যে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।




নিউলান নদী থেকে দিয়াঞ্চি হ্রদে পানি ভিন্নমুখীকরণ পরিকল্পনার অংশ এ জলপ্রপাত।
চারশো মিটার বা এক হাজার তিনশো ১২ ফুট চওড়া কাঠামোর জলপ্রপাত তৈরিতে সময় লেগেছে দুই বছর।

এতে খরচ হয়েছে ১.১ বিলিয়ন ইয়েন বা একশো ৭০ মিলিয়ন মার্কিন ডলার।
কুনমিং ভিত্তিক সংবাদমাধ্যম ইউনান ইনফরমেশন জানায়, কৃত্রিম এ জলপ্রপাতটি পানি সংকটের সময় পানি সরবরাহ করবে।
 
এটি ‍তিন লাখ ঘন মিটার পানি সরবরাহ করতে সক্ষম।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।