ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

৩য় বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত শেখ হাসিনা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
৩য় বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত শেখ হাসিনা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার। ২২ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮৯৬ - অস্ট্রিয়ান সংবাদপত্র উইলিয়াম রনজেনের আবিষ্কৃত নতুন এক ধরনের রশ্মির তথ্য প্রকাশ করে, যা পরবর্তীতে এক্স-রে হিসেবে পরিচিতি পায়।
•     ১৯০৯ - কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।
•     ১৯১৯ - জার্মান ওয়ার্কার পিস গঠিত হয়, যা পরে নাৎসি পার্টি হিসেবে পরিচিত হয়।
•     ২০১৪ - দশম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্ম
•     ১৫৯২ - মোঘল সম্রাট শাহজাহান। মোঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহজাহান ১৬২৮ সাল থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশ শাসন করেন।

মৃত্যু
•     ১৯৩৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি কেলভিন কুলিজ।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।