ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

কুং ফু ভাল্লুক!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
কুং ফু ভাল্লুক! ছবি: সংগৃহীত

ঢাকা: কুং ফু পান্ডার কথা নিশ্চয় মনে আছে। ছবির প্রাণীটি পান্ডা নয়, বাস্তবের কুং ফু ভাল্লুক! হাবভাবে মনে হচ্ছে যেনো তাই চি প্রাকটিস করছে সে।

তাই চি এক প্রকার চাইনিজ মার্শাল আর্ট।

ফিনল্যান্ডের কাইনু প্রান্তরে পরিবারের সঙ্গে বিচরণ করার সময় ক্যামেরায় ধরা পড়ে বাদামি ভাল্লুকছানাটি।


ছবি তুলেছেন হ্যারি এগানস। ৬২ বছর বয়সী এগানস জানান, ভাল্লুকটির অঙ্গভঙ্গি ছিলো চীনের প্রাচীন মার্শাল আর্টের মতো।
পেছনের দু’পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে হাতের অঙ্গভঙ্গি পাল্টাছিলো সে।


তবে ছোট ছানাটির মার্শাল আর্টের কসরতের প্রতি অন্যমনস্ক ছিলো তার মা ও অন্য সহোদরেরা। তারা নিজেদের মতোই ব্যস্ত ছিলো খাদ্য অন্বেষণে।

কুং ফু ভাল্লুকের প্রতি ক্যামেরা তাক করা নেদারল্যান্ডবাসী এগানস নিজেও একজন ফিটনেস প্রশিক্ষক।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।