ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

ফিচার

কফি নয়, এটা জফি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
কফি নয়, এটা জফি!

ঢাকা: কফি তো রোজই খান। জফি খেয়েছেন কখনও? কফি ও জুসের হাইব্রিড হচ্ছে জফি।

যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক কোম্পানি ‘কফি জুস’ বাণিজ্যিকভাবে নিয়ে এসেছে কফি ও জুসের সংমিশ্রণ জফি। যাতে বোতলে ব্লুবেরি ও আখের রসের সঙ্গে কফি মেশানো হয়েছে।

এছাড়া রয়েছে আরও তিনটি ফ্লেভার। নারকেল, ভ্যানিলা ও সল্টেড ক্যারামেল। প্রথম প্রথম শুনতে অদ্ভুত শোনালেও বর্তমানে যুক্তরাষ্ট্রে এ পানীয়টি বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।


জফিতে স্বাস্থ্যসংক্রান্ত কিছু বিষয়ও যুক্ত। যেমন দুইশো ৩৬ মিলি কমলার জুসের চেয়ে এতে চিনির পরিমাণ পাঁচ গ্রাম কম। অন্যদিকে একগ্লাস রেড বুল, কোকা-কোল‍া ও আপেল জুসের চেয়ে এতে সাত গ্রাম কম চিনি ব্যবহার করা হয়েছে।

এছাড়া জফিতে ওয়ান শট এক্সপ্রেসো কফির সমান অর্থাৎ প্রায় ৪০ মিলিগ্রাম ক্যাফেইন রয়েছে।


জফি আবিষ্কারকদের মতে লো-সুগারসহ এ পানীয়ের আরও কিছু স্বাস্থ্যগুণাগুণ রয়েছে। উচ্চমানের অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ জফির অন্যতম উপাদান চিকোরি উদ্ভিদ। যাতে রয়েছে ইনুলিন নামক একটি উপাদান। এটি শক্তিশালী প্রোবায়োটিক হিসেবে পরিচিত।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।