ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মাছ খেতে গিয়ে ঠোঁট কাটলো পেলিক্যান!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
মাছ খেতে গিয়ে ঠোঁট কাটলো পেলিক্যান!

ঢাকা: তরতাজা বড় মাছটি পাওয়া পেলিক্যানের জন্য সৌভাগ্য ছিলো।

কিন্তু সৌভাগ্য কখনও আবার দুর্ভাগ্যকেও হাতছানি দেয়।

পেলিক্যান বেচারারও হয়েছে তাই!

পেলিক্যানের নিচের ঠোঁটে ছাঁকনির মতো ঝুলন্ত অংশ রয়েছে। এই অংশের টিস্যু খুবই নরম।

ফ্লোরিডা লেকে জ্যান্ত মাছটি মুখে নেওয়ার পর কাঁটা বিদ্ধ হয়ে তার ঠোঁটের এ অংশটি আঘাতপ্রাপ্ত হয়।

পেলিকানের মাছ শিকারের ছবি তুলেছেন বিল ভার্নেই। তিনি জানান, পেলিক্যানটি প্রায় এক ঘণ্টা চেষ্টা করেছে মাছটিকে ফেলে দেওয়ার।

কিন্তু মাছের ছটফটানিতে কাঁটা লেগে পেলিকানের ঝুলন্ত ঠোঁটের একপাশে কেটে ছিদ্র হয়ে যায়।

কী ধকলটাই না পেলিক্যানটাকে সামলাতে হলো মধ্যাহ্নভোজের আয়োজন করতে গিয়ে!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
‌এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।