ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইসরায়েলি বোমায় ফুল ফোটান ফিলিস্তিনি নারী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ইসরায়েলি বোমায় ফুল ফোটান ফিলিস্তিনি নারী

ঢাকা: প্রতিবাদের কত রকম ভাষা জানে মানুষ! আছে করুণার কত বিচিত্র প্রকাশ। যখন ইসরায়েলি সেনাবাহিনীর ছুড়ে দেওয়া বোমার আঘাতে নিত্য অকাতরে প্রাণ হারায় ফিলিস্তিনি নর-নারী-শিশু, তখন করুণার অবতার হয়ে সেইসব বোমার খোলস সংগ্রহ করে তাতে ফুল চাষ করছেন ফিলিস্তিনি এক দয়াময়ী নারী।



তার অভূতপূর্ব প্রতিবাদ ও করুণার এই ভাষা বুঝবে কি ইসরায়েলি শাসকরা?


কাঁটাতারের ওপার থেকে ছুড়ে দেওয়া বোমার খোলসে এপারে রোপিত হয়েছে ফুলের চারা। প্রতিটি ফুলের চারা যেন কোমলমতি এক একটি শিশু।

সন্তানতুল্য ভালোবাসায় পরম যত্নে ফুলের ‘বোমা-টবে’ করুণার জল ঢালছেন ওই ফিলিস্তিনি জননী।

ভালোবেসে না কি পাথরে ফুল ফোটানো যায়। তাই বলে বোমায়ও!


শত্রুর ছোড়া বোমার খোলস-টবে ফুলের চারাগাছটির জন্য পুষ্টি যোগাচ্ছেন করুণাময়ী।

বাংলাদেশ সময়:০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।