ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

ফিচার

লিভার ক্যানসার প্রতিরোধে জাফরান

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
লিভার ক্যানসার প্রতিরোধে জাফরান

ঢাকা: বিরিয়ানিতে বাদামি রং ও ডেজার্টে ফ্লেভার আনতে জাফরান ব্যবহার করা হয়। প্রাচীন চিকিৎসাশাস্ত্রেও জাফরানের ব্যবহার রয়েছে।



এর মধ্যে রয়েছে এন্টিঅক্সিডেন্ট, এন্টিসেপটিক, এন্টিডিপ্রেজেন্ট ও এন্টিকনভলসেন্ট উপাদান।

ভিটামিন ‘এ’ ও ‘সি’ ছাড়াও এতে রয়েছে কপার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফলিক এসিড, রিবোফ্লাভিন ও নিয়াসিন।

নতুন গবেষণায় জাফরানের মধ্যে ক্রোসিন নামক একটি বায়োমলিকিউল পাওয়া গেছে, যা লিভারকে সুরক্ষিত রাখে।

সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জাফরানের মধ্যে ক্রোসিন নামক এ বায়োমলিকিউল পান।

তারা জানান, এটি লিভারের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান, যা হেপাটোসেলুলার কার্সিনোমা (HCC) নামক প্রাণঘাতী লিভার ক্যানসার প্রতিরোধ করে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।