ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ভাসমান বনসাই!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ভাসমান বনসাই!

ঢাকা: গাছ মাটিতে লাগানো হয়, একথা ঘটা করে জানানোর কিছু নেই। তবে ঘটা করে জানানোর বিষয়টি হচ্ছে- গোশিংচু নামের একটি জাপানি কোম্পানি
আবিষ্কার করেছে ভাসমান বনসাই।

যাকে তারা নাম দিয়েছে এয়ার বনসাই।  

এয়ার বনসাইতে গাছটির গোঁড়া পাত্রের সঙ্গে খানিক দূরত্ব রেখে ভেসে থাকবে ও চক্রাকারে ঘুরবে! মানে বনসাই গাছ মাটিতে নয়, লাগানো হচ্ছে বাতাসে!

তবে এ কী করে সম্ভব? বলছি- ভাসমান বনসাইয়ের দু’টি অংশ রয়েছে। একটি হলো এনার্জি পট ও অন্যটি ফ্লোটিং বল। দু’টি অংশই ম্যাগনেট দ্বারা প্রতিষ্ঠিত।

ফ্লোটিং বলের সঙ্গে জড়ানো রয়েছে মসজাতীয় উদ্ভিদ। এই বলের উপারেই গাছ লাগানো। এতে আরও রয়েছে একটি আবর্তন প্রক্রিয়া যা এসি অ্যাডাপটরের সঙ্গে সংযুক্ত।

ফলে বলটি বনসাইসহ ভেসে থাকতে সক্ষম। চীনামাটি দিয়ে তৈরি এনার্জি পট জাপানের ঐতিহ্যবাহী ইমারি বলে পরিচিত। এ পটে ব্যবহৃত ম্যাগনেট
বনসাইটিকে ভাসিয়ে রাখতে সাহায্য করে।

জাপানের বাইরেও ভাসমান বনসাইকে সহজলভ্য করতে গোশিংচু কোম্পানিটি উদ্ভিদ চাষিদের সাহায্য করার পরিকল্পনা করছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।