ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

লেখক আহমদ শরীফ ও ভাষাসৈনিক গাজিউল হকের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
লেখক আহমদ শরীফ ও ভাষাসৈনিক গাজিউল হকের জন্মদিন ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার। ০১ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৬০১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন।
•     ১৮৯০ - বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
•     ১৯৪৫ - মিত্রবাহিনী জার্মানির ড্রেসডেন শহরের উপর মারাত্মক বিমান হামলা চালায়।
•     ১৯৭২ - বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা।

জন্ম
•     ১৯২১ - বাংলা সাহিত্যের গবেষক ও প্রাবন্ধিক আহমদ শরীফ। বিংশ
শতাব্দীর শেষভাগের অন্যতম ক্ষমতাবান লেখকের অন্য পরিচিতি
ভাষাবিদ ও খ্যাতনামা মনীষী হিসেবে। আহমদ শরীফের কর্মজীবন শুরু হয় কলেজ অধ্যাপনার মাধ্যমে। এছাড়াও তিনি রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৬ প্রণয়ন ও বাস্তবায়নের অন্যতম রূপকার ছিলেন আহমদ শরীফ।

•     ১৯২৯ - বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষাসৈনিক গাজিউল হক। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে অন্যতম একজন গাজীউল হক। গাজীউল হকের 'ভুলব না ভুলব না ভুলব না এই একুশে ফেব্রুয়ারি ভুলব না' গানটি গেয়ে ১৯৫৫ সাল পর্যন্ত প্রভাতফেরি করা হতো। রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক এবং শেরেবাংলা জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ ভাষাসৈনিক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। এছাড়াও গাজীউল হক ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।