ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কবি জীবনানন্দ দাশের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
কবি জীবনানন্দ দাশের জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৮ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার। ৬ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৮৭ - অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন।
•     ১৮৩৯ - ডেট্রয়েট বোট ক্লাব গঠিত হয়।
•     ১৯৩০ - প্লুটো আবিষ্কৃত হয়।
•     ১৯৬৯ - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।
•     ১৯৭৬ - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।

জন্ম
•     ১৮৯৯ – জীবনানন্দ দাশ। বিংশ শতাব্দীর আধুনিক কবি জীবনানন্দ ছিলেন একাধারে লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক। বাংলাভাষার শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত এ কবি বেশি জনপ্রিয়তা পান মৃত্যুর পর। অল্পবয়সেই তিনি লেখালেখি শুরু করেন। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক  প্রকাশিত হয় ১৯২৭ সালে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে  ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমির। উপন্যাস প্রবন্ধও লিখেছেন তিনি। কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, ফেব্রুয়‍ারি ১৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।