ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

জর্জ হ্যারিসনের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জর্জ হ্যারিসনের জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৫ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার। ১৩ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৯৯১- সালের এ দিনে ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বী ওয়ারশ’ জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।
•     ২০০৯- বাংলাদেশে পিলখানা হত্যাযজ্ঞ।

জন্ম
•     ১৯৪৩ - বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও গিটারিস্ট জর্জ হ্যারিসন। সাবেক বিটলস সদস্য হ্যারিসন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন প্রাঙ্গণে দু’টি কনসার্টের আয়োজন করেন। কনসার্ট ফর বাংলাদেশ ছিলো সবচেয়ে আলোচিত। এতে জর্জ হ্যারিসন ছাড়াও অংশ নেন পণ্ডিত রবিশংকর, বব ডিলান, এরিক ক্ল্যাপটনসহ আরও অনেকে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএ‌মএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।