ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

স্মৃতি, ঘর কোনোটাই ছাড়বেন না মেই

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
স্মৃতি, ঘর কোনোটাই ছাড়বেন না মেই

ঢাকা: মেই অ্যাপলটন। তার বাড়িটা যেনো একটা সমৃদ্ধ গুদামঘর।

ঘরে এক পা ফেলার মতোও জায়গা নেই। বিভিন্ন সময় ধরে জমানো মূল্যবান পুতুল, স্টার ওয়ার ও অ্যাকশন ম্যান টয়, ৩০ দশকের হলিউড তারকাদের অটেগ্রাফ দিয়ে ঘর ভর্তি করা। এর মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উদ্বাস্তুদের দেখাশোনা করার জন্য ধন্যবাদ জানিয়ে মেইর বাবা-মার কাছে রানীর পাঠ‍ানো একটি কার্ডও।

কিন্তু এসব জিনিসপত্রই মেইকে ঘরছ‍াড়া করেছে। শুক্রবার (৪ মার্চ) সকালে বাড়ির মালিকরা মেই’র বাড়ি যান। ইংল্যান্ডের লসস্টক গ্রালামে ল্যাংফোর্ড রোডের এ বাড়িতে তিনি রয়েছেন প্রায় ৬১ বছর ধরে। বাড়ির তত্ত্বাবধায়নে ওয়েভার ভ্যাল হাউজিং ট্রাস্ট জানায়, যদি মেই তার বাড়ি থেকে তিনি মজুত করা জিনিসপত্র না সরায় তাহলে তাকে উচ্ছেদ করা হবে। কারণ মেইয়ের মজুত করা এসব জিনিসে অগ্নি বিপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে।

মেই যদি এ চুক্তি মেনে এসব জিনিসপত্র না সরান তবে তাকে উৎখাত করা হবে হবে আগাম জানিয়েছিলো ট্রাস্ট।

কিন্তু মেই’র একটাই কথা, যেখানেই যাই না কেন, এ বাড়ির পুরোটা জুড়ে শুধু স্মৃতি। আমি এগুলো সরাতে পারবো না। এসব তো কোনো ক্ষতি করছে না।

মেই’র সঙ্গে থাকেন তার তিন ছেলে ব্রায়ান (৬১), মার্ক (৫১) ও পল (৪৯)। যদি এসব জিনিসপত্র না সরানো হয় তাহলে বাড়ির নিরাপত্তার স্বার্থে ট্রাস্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে নোটিশ দিয়েছিলো গত নভেম্বরে। তবুও বাড়ির মালিক তাদের গতবছর বড়দিন পর্যন্ত সময় দিয়েছিলেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।

ট্রাস্টের পরিচালক ক্রিজ রোবটম মেইকে এ-ও বলেছিলেন এসব জিনিস রাখার জন্য আমারা তেমাকে একটি স্টোর খুঁজতে সাহায্য করবো। যদিও মেই তাতে রাজি হয়নি তবুও এ সুযোগটি তার জন্য খোলা রেখেছিলো ট্রাস্ট কর্তৃপক্ষ।

তিনবছর ধরে এ বিষয়টি নিয়ে দু’পক্ষের কথাবার্তা বলার পর  গত মাসেই চূড়‍ান্ত হয় মেইকে উৎখাত করা হবে। শুক্রবার সকালে বাড়ির মালিকরা আসেন কিন্তু মেই তার সমৃদ্ধশালার সমস্ত জিনিসপত্র ও কাঠের ফালি দিয়ে বাড়ির দুটো দরজাই বন্ধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান মালিকেরা দরজা খুলতে মেইকে জোর জবরদস্তি করেননি। বরং ভীষণ তুষারপাত চলতে থাকায় তারা চলে যান।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।