ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও কাইয়ুম চৌধুরীর জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও কাইয়ুম চৌধুরীর জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৯ মার্চ ২০১৬, বুধবার। ২৬ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮৭২ - ব্রাহ্মধর্ম বোধীনি সভা প্রতিষ্ঠিত হয়।
•      ১৯৬১ - সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-৯ নভোযানের মাধ্যমে মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামে একটি কুকুর পাঠানো হয়।
•     ২০১৫ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উন্নীত হয়।

জন্ম
•     ১৯২৯ – বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সবকয়টি আন্দোলনে ও মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করেন। ২০১৩ সালের ২০ মার্চ মারা যান তিনি।
•     ১৯৩৪ – সোভিয়েত বৈমানিক ও নভোচারী ইউরি গ্যাগারিন। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করেন। ভস্টক নভোযানে করে ১৯৬১ সালের ১২ এপ্রিল পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।
•     ১৯৩৪- বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। তার আঁকা ছবি মূলত নকশা প্রধান। পটভূমিতে মোটাদাগের নকশা তার প্রধানতম অঙ্কনশৈলী। ১৯৮৬ সালে তিনি একুশে পদক সম্মাননা পান। ২০১৪ সালের ৩০ নভেম্বর তিনি মারা যান।

মৃত্যু
•     ১৯৮১ - নোবেল বিজয়ী চিকিৎসাবিজ্ঞানী ম্যাক্স ডেলবুর্ক।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।