ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কবীর সুমনের জন্ম, জামাল নজরুল ইসলামের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
কবীর সুমনের জন্ম, জামাল নজরুল ইসলামের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৬ মার্চ ২০১৬, বুধবার। ০২ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১১৯০ - ইয়র্কের ক্লিফোর্ডস টাওয়ারে ইহুদিদের গণহত্যা।
•     ১৯৮৯ - মিশরের গিজার মহা পিরামিডের পাশে চার হাজার ৪শ বছরের পুরানো একটি মমি পাওয়া যায়।
•     ২০০৫ - ইসরাইল আনুষ্ঠানিকভাবে জেরিকো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয়।

জন্ম
•     ১৮৩৯ - ফরাসি সাহিত্যিক সুলি প্রুদোম।
•     ১৯৫৩ - মার্কিন প্রোগ্রামার, মুক্ত সোর্সের প্রবক্তা ও গনু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিচার্ড স্টলম্যান।
•     ১৯৫০ - বাঙালি সঙ্গীতশিল্পী কবীর সুমন।
আধুনিক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী কবীর সুমন ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের জগতে এক স্বতন্ত্র ধারার প্রবর্তন করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার, গদ্যকার  ও অভিনয়শিল্পী। নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তার আবির্ভাব ঘটে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশ নেন ও জয়লাভ করে ওই কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মৃত্যু
•    ১৯৭১ - বাঙালি মঞ্চাভিনেতা অমলকৃষ্ণ সোম। ষাটের দশকের খ্যাতিমান মঞ্চাভিনেতা ছিলেন। প্রায় একশো নাটকে তিনি অভিনয় করেছেন। স্বাধীনতা যুদ্ধের শুরুতে পাকিস্তান সেনাবাহিনী তাকে যশোরের বাসভবন থেকে গ্রেফতার করে। হানাদার বাহিনীর হাতেই তার জীবনাবসান হয়।
•     ২০১৩ - বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম। মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাতি পেয়েছেন। নজরুল ইসল‍াম মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিকাল সায়েন্সের গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন।

তথ্যসূত্র: ইন্টানেট।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।