ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বলুনতো এখানে ক’টি মেয়ে?

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বলুনতো এখানে ক’টি মেয়ে?

এটি এক ফোনোগ্রাফারের কাণ্ড। সবাইকে ধোঁকা দিয়েছেন এই এক ছবিতে।

মেয়ে ক’টির (!) ছবি তুলে তা ইন্টারনেটে ছেড়ে প্রশ্ন দিয়েছেন- বলুনতো এখানে কটি মেয়ে? মাথা গুনে তো বলেই দেওয়া যায়। কিন্তু ধন্দে পরে একেকজন একেক কথা বলেছেন। কেউ বলেছেন ১২টি কেউ আবার ৮টি।

প্রিয় পাঠক আপনি কটি মেয়ে দেখতে পাচ্ছেন এখনি গুনে বলে ফেলুন। আর উত্তরটি নিচের মন্তব্য সারিতে লিখে দিতে পারেন আপনার যুক্তিসহ।

ততক্ষণে ছবিটির ইতিবৃত্ত আরেকটু বলে নেওয়া যায়। গেলো সপ্তাহে এটি ছবিটি ইনস্টাগ্রামে তুলেছেন সুইজারল্যান্ডের তিজিয়ানা ভারগারি নামের একজন। ছবিতে গুটি কয় নারী একে অন্যের দিকে তাকিয়ে।   

কিন্তু ছবি তোলার পর ইন্টারনেটে অনেকেই ধন্দে পড়ে যান। কারণ এটি আসলে এক ফ্রেমের কোনও ছবি নয়। এখানে আয়নার কারসাজি করিয়ে একই জনকে দেখানো হয়েছে একাধিকবার। ফলে এতে মোট কতজন আছেন তা কারো পক্ষেই গুনে বের করা সম্ভব হয়নি।

কেউ কেউ চারটি মেয়ে রয়েছে বলেও উত্তর দিয়েছিলো। কিন্তু আপনি একটু গভীর মনোযোগে দেখলে বুঝতে পারবেন সে উত্তর সঠিক কি না।

ছবিটি ইন্টারনেটে এখনো ছড়াচ্ছে। কিন্তু সঠিক উত্তরটি মিলছিলো না। বরং তা আরও গুলিয়ে যাচ্ছিলো।

অবশেষে তিজিয়ানা মুখ খুললেন। জানালেন ওরা বোন। একে অন্যের দিকে তাকিয়ে।

কী একমত নন? না হলে কারণটিও লিখে দিতে পারেন নিচের কমেন্ট্রি বক্সে।

বাংলাদেশ সময় ০০০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।