ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোন্ডা আমাজনে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোন্ডা আমাজনে ছবি: সংগৃহীত

ঢাকা: পৃথিবীর ভয়ংকর সাপ হিসেবে অ্যানাকোন্ডার নাম কম-বেশি সবারই জানা। তবে বিশ্বের সর্ববৃহৎ অ্যানাকোন্ডার বাসবাস কোথায় তা অনেকেরই অজানা।



সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বিশ্বের ১৭ ফুট দৈর্ঘ্যের দৈত্য তুল্য অ্যান্ডাকোন্ডার সন্ধান পেয়েছে আমাজন জঙ্গলে।
 
এ নিয়ে বিবিসির গর্ডন বুকাননের উপস্থানায় রোববার (২০ মার্চ) আন্তর্জাতিক সময় মান রাত ৯টায় শুরু হচ্ছে প্রামাণ্যচিত্র বিষয়ক দু’টি সিরিজ। যার নাম দেওয়া হয়েছে ‘ওয়ার্ল্ড’স লংগেস্ট স্নেক’।

এ প্রামাণ্যচিত্রে আমাজনের গহীন জঙ্গলে বসবাস করা অ্যানাকোন্ডা বিষয়ক যাবতীয় তথ্যচিত্র উপস্থাপন করা হবে। সেই প্রোগ্রামেরই কিছু মুহূর্তে আলোকচিত্র তুলে ধরা হচ্ছে-



অ্যানাকোন্ডা শিকারিদের সঙ্গে বিবিসির গর্ডন বুকানন।



প্রথম এপিসোডের দৃশ্য এটি। যা ধারণ করা হয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় দেশ ইকুয়েডরের প্রত্যন্ত অঞ্চলে। যেখানে স্থানীয় ওয়াওরানি উপজাতির সহায়তায় অ্যানাকোন্ডার মুখ চেপে ধরেছেন গর্ডন বুকানন।


অ্যানাকোন্ডা ধরা ও ছাড়ার সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তে উপস্থাপক।



আমাজনের সবচেয়ে ভয়ংকর প্রাণী অ্যানাকোন্ডা। স্থানীয় ওয়াওরানি উপজাতিদের কাছে মানুষ খোকো হিসেবে পরিচিত। অ্যানাকোন্ডা বড় আধ্যাত্মিক শক্তি সহায়ক বলে তারা বিশ্বাস করেন।



ওই প্রোগ্রামে পরিবেশের ভারসম্য রক্ষায় অন্যাকোন্ডার ভূমিকা ও প্রভাব বৈজ্ঞানিকভাবে তথ্যচিত্রের মাধ্যমে তা তুলে ধরা হয়।



অ্যানাকোন্ডা ধরা থেকে শুরু করে মুক্ত করে দেওয়া পর্যন্ত সব মুহূর্তই ক্যামারাবন্দি করা হয়।

বিশেষ এ প্রামাণ্যচিত্র থেকে বিশ্ববাসী অ্যানাকোন্ডা সম্পর্কে চমকপ্রদক তথ্য-উপাত্ত পাবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।