ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

পাখির জন্য বাসা বানান ডাম্বো!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
পাখির জন্য বাসা বানান ডাম্বো!

ঢ‍াকা: তার নাম থমাস ডাম্বো। পেশায় আর্টিস্ট ও ডিজাইনার।

গত সাত বছর ধরে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে পাখির বাসা বানাচ্ছেন। শহরের পাখিদের আশ্রয় ও  নিরাপত্তার স্বার্থেই এ কাজ করছেন তিনি।
birds
ডাম্বো কাঠের ছোট ফালি দিয়ে সাড়ে তিন হাজারেরও বেশি পাখির বাসা বানিয়েছেন এখন অব্দি। তবে, এতোগুলো পাখির বাসাতে নেই কোনো পাখি। তাহলে?
birds
ডাম্বোর বিশ্বাস, এসব পাখির বাসা কোন স্থানে রাখা হবে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এগুলোকে ব্যস্ত রাস্তার লাইট পোলে লাগানো হয় তবে কোনো লাভ নেই। পাখির বসবাসযোগ্য স্থানে রাখতে হবে এগুলো।
birds
পাখির বাসাগুলো কেবল পাখির আশ্রয়স্থল তৈরির জন্য নয়, এগুলো পৃথিবীতে অন্য প্রাণীদের বসবাসের জন্যও যথেষ্ট স্থান রাখার কথা মানুষকে মনে করিয়ে দেবে। জানান ডাম্বো।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।