ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

সাহিত্যিক ও চলচ্চিত্রকার ফতেহ লোহানীর প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
সাহিত্যিক ও চলচ্চিত্রকার ফতেহ লোহানীর প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার। ২৯ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১২০৪ -  ক্রুসেড বাহিনীর কনস্টান্টিনেপল (ইস্তাম্বুল) দখল।
•     ১৬৩৩ - গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু।
•     ১৮৬১ - আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) আনুষ্ঠানিক সূত্রপাত।
•     ১৯৩২ - স্পেনে বাদশাহী শাসনের অবসান এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা।
•     ১৯৪৫ - আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের মৃত্যু।

জন্ম
•     ১৮৭৫ - বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত। জন্ম চট্টগ্রামের বোয়ালখালীর খরনদ্বীপে। আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু করেন তিনি। তার প্রকাশিত গ্রন্থ গৃহ সুখ, গৃহ শিক্ষা, Child Nature।
•     ১৮৮৫ - প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

মৃত্যু
•     ১৯৭৫ - সাহিত্যিক ও চলচ্চিত্রকার ফতেহ লোহানী। পুরো নাম আবু নজীর মোহাম্মদ ফতেহ আলী খান লোহানী। তিনি একাধারে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক ও সাংবাদিক। সিরাজগঞ্জে জম্মগ্রহণ করেন। কলকাতায় মায়ের তত্ত্বাবধানে তার শিক্ষাজীবনের সূত্রপাত ঘটে। সেন্ট মেরিজ ক্যাথেড্রাল মিশন হাই স্কুল থেকে ম্যাট্রিক, রিপন কলেজ থেকে আই.এ এবং বি.এ পাস করার পর ১৯৫০ সালে তিনি লন্ডন যান এবং ওল্ডভিক থিয়েটার স্কুলে নাট্য প্রযোজনা বিষয়ে দু’বছরের কোর্স করেন। পাশাপাশি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সদস্য হিসেবে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেন ফতেহ লোহানী।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।