ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

প্রথ‍াবিরোধী লেখক হুমায়ুন আজাদের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
প্রথ‍াবিরোধী লেখক হুমায়ুন আজাদের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার। ১৫ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৭০ - ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।
•     ১৯১৯ - লিগ অব নেশনস প্রতিষ্ঠা।
•     ১৯২০ - আজারবাইজান সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়।
•     ১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়।
•     ১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় ও গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
•     ১৯৯২- রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত।
•     ২০০৪ - মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ওষুধ আবিষ্কার করেন।

জন্ম
•     ১৭৫৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি জেমস মনরো।
•     ১৯০৬ - মার্কিন যুক্তিবিদ ও গণিতবিদ কুর্ট গ্যডল।
•     ১৯৩০- বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আল্ফ ভ্যালেন্টাইন।
•     ১৯৩৭ - ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন।
•     ১৯৪৭ - বাঙালি লেখক হুমায়ুন আজাদ। ১৯৪৭ সালের এই দিনে তিনি মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বহুমাত্রিক মননশীল লেখক হুমায়ুন আজাদের ৭০টির বেশি বই প্রকাশ পেয়েছে। এসব বইয়ের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ, উপন্যাস, সমালোচনা গ্রন্থ, কিশোরসাহিত্য, ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ ইত্যাদি। হুমায়ুন আজাদের লেখনীতে স্পষ্ট ছিলো ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কার বিরোধিতা, নারীবাদ, রাজনৈতিক ও কঠোর সমালোচনামূলক বক্তব্য।

মৃত্যু
•     ১৯৪৫- দ্বিতীয় মহাযুদ্ধে ইতালির সর্বাধিনায়ক বেনিতো মুসোলিনি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এসএমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।