ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

বাঁশের পণ্যে ভাগ্য বদল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
বাঁশের পণ্যে ভাগ্য বদল ছবি: জি এম মুজিবুর -বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাঁশের তৈরি রকমারি পণ্য আমাদের আদি ঐতিহ্য। কখনও প্রয়োজন, কখনও শৈল্পিক সামগ্রী- দুই-ই মেটাতে সক্ষম বাঁশজাত পণ্য।

এসব পণ্য বিক্রি করে খুলনা জেলার ডুমুরিয়া থানার চুকনগর গ্রামের শত পরিবার এখন স্বাবলম্বী।

 

 

বাঁশের ডুলা, মাছ ধরার তালাই, খালুই, ঝাঁকা, হোচা, ঝুড়ি, কুলা, চালন, চাটাই, হাস-মুরগির খাঁচা, চালুন, গরুর মুখবন্ধনী বা ঠুসি, মাছ ধরার সরঞ্জাম, দোলনা, চারো, কুলা, ফুলদানি, ছোট ঝুড়ি, ধান রাখার পাত্রসহ বিভিন্ন সামগ্রীর শৈল্পিক বুনন মন কাড়বে যে কারও।

 

এসব পণ্য কেন্দ্র করে সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার চুকনগরে বসে হাট।
 

শত পণ্যের সমাহার নিয়ে হাটে ক্রেতার অপেক্ষায় প্রহর গুণছেন বাঁশ শিল্পে জড়িত ব্যক্তি গোবিন্দ দাশ। ক্রেতাদের আকর্ষণ করতে এসব পণ্য সাজিয়ে রাখা হয়েছে।
 

বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে চুকনগরের শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করছে। বিকেলের চারটার পর থেকে রাত ৮টা পর্যন্ত জমজমাট বেচাকেনা হয় এ হাটে।

ক্রেতার কাছ বাঁশের তৈরি পণ্যের দাম বুঝে নিচ্ছেন একজন কারিগর।
 

হাঁস-মুরগির খাঁচা গৃহিণীর পছন্দে কেনা হয়। তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে বাঁশ শিল্পের হাটে এসেছেন এক বৃদ্ধ। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে ৪শ টাকা মূল্যে এসব বাঁশের তৈরি পণ্য মেলে চুকনগর হাটে।
 

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।