ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

ভাড়ায় মেলে নবাব বাড়ির পুকুর!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ভাড়ায় মেলে নবাব বাড়ির পুকুর! ছবি: আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনেক উত্থান-পতনের সাক্ষী এই নবাব বাড়ির পুকুর। গোলাকৃতি পুকুরটিকে নবাবরা ‘তালাভ পুকুর’ নামে ডাকতেন বলে জানা যায়।

পুরান ঢাকার সদরঘাটের কাছে এক একরের একটু বেশি জায়গা জুড়ে এর অবস্থান।

নবাব বাড়ির সঙ্গে সংশ্লিষ্ট অন্য বিষয়গুলো বেশ গুরুত্ব দিয়ে দেখা হলেও, পুকুরটির কথা অট্টালিকার শহরের বেশিরভাগ মানুষের কাছে এখনও অজানা।    

নবাব বাড়ির ইতিহাস ও ঐতিহ্যের রাজসাক্ষী হয়ে থাকা এ পুকুরটি বলতে গেলে গগনচুম্বী দালান-কোঠার ভিড়ে হারিয়েই যেতে বসেছে।

এর সঙ্গে যোগ হয়েছে, নবাব বাড়ির পুকুরে পাঁচ টাকা দিয়ে গোসল করার সুব্যবস্থা (!)। ফলে প্রতিদিনই পুকুরের পানিসহ পাড়ের চারপাশ নোংরা হচ্ছে।

পুকুরের মূল ঘাটসহ চারদিকের পাড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে নবাব পরিবারের জানা-অজানা অনেক ইতিহাস। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে পুকুরের সৌন্দর্য।

মূল ঘাটসহ চারপাশেই ঘাস, বনলতা ও আবর্জনায় ছেয়ে গেছে।

এছাড়া পুকুরের চারদিকে কৃত্রিমভাবে ঘাট নির্মাণ করে মৎস্য শিকারীদের কাছে ভাড়া দেওয়া হয়। নবাববাড়ী ট্যাংক কমিটির তত্ত্বাবধানে গোসল ও মাছ শিকারের কার্যক্রম চলে। এতে নবাব পরিবারের স্মৃতিবিজড়িত এ পুকুরটির মর্যাদাহানি ঘটছে মত স্থানীয়দের।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিক।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসএনএস   
     

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।