ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

তারাটিরে উগরে দিলো কৃষ্ণগহ্বর!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ১, ২০১৬
তারাটিরে উগরে দিলো কৃষ্ণগহ্বর!

কৃষ্ণগহ্বরের কথা শুনেছেন! জেনেছেন সেখানে কালো গহ্বরে ঢুকে পড়ে মহাকাশের গ্রহ, নক্ষত্র নানা কিছু। কিন্তু দেখেছেন কি? মহাকাশ থেকে স্যাটেলাইটে ধরা পড়েছে কৃষ্ণ গহ্বরের কাণ্ড।

তাতে দেখা গেছে একটি আস্ত তারকাকে কিভাবে গিলে খেলো। কিন্তু বিজ্ঞানীদের অবাক করে দিয়ে আবার কিছুক্ষণে সেটিকে উগরে দিলো।

এই উগরে দেওয়ার বিষয়টি এই প্রথম ধরা পড়লো মহাকাশ বিজ্ঞানীদের চোখে। বিজ্ঞানীরা ওই তারকাটিকে অনুসরণ করছিলেন আগে থেকেই। আমাদের সূর্যের চেয়েও বড় হবে এই তারকাটি। সেটি ক্রমেই এগিয়ে যাচ্ছিলো কৃষ্ণ গহ্বরের দিকে। এক পর্যায়ে পুরো তারাটি চলে গেলো গহ্বরের পেটে। কিন্তু এরপরই তারা দেখলেন জ্বলজ্বলে রশ্মি বের হয়ে আসছে গহ্বরের ভেতর থেকে।

এর আগে বিজ্ঞানীরা কৃষ্ণ গহ্বরকে শুধুই গিলতে দেখেছেন। গ্রহ-উপগ্রহ, সৌরমণ্ডল কত কিছুই চলে গেছে তার পেটে। কিন্তু এই প্রথম দেখা গেলো কিছু একটা বের হয়ে আসছে সেখান থেকে। তারকাটি ঢুকলো। আর ঠিক পরক্ষণেই বের হয়ে এলো তীব্র ঝলকানিতে।


বাংলাদেশ সময় ১১৪৬ ঘণ্টা, মে ০১, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।