ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

শহীদ জননী জাহানারা ইমামের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, মে ৩, ২০১৬
শহীদ জননী জাহানারা ইমামের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ মে ২০১৬, মঙ্গলবার। ২০ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৯৫২ - উত্তর মেরুতে সর্বপ্রথম বিমান অবতরণ করে।
•     ১৯৬০ - নেদারল্যান্ডের আমস্টারডামে আনা ফ্রাঙ্কের বাড়িটি জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়।
•     ১৯৭৯ - মার্গারেট থ্যাচার যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

জন্ম
•     ১৯২৯ - বাংলাদেশি লেখিকা জাহানারা ইমাম। শহীদ জননী হিসেবে খ্যাত জাহানারা ইমাম একইসঙ্গে কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ। একাত্তরের ঘাতক দালালবিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। একাত্তরের দিনগুলি তার বিখ্যাত গ্রন্থ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেন জাহানারা ইমামের বড় ছেলে শফি ইমাম রুমী। রুমী বেশ কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হন। পাক হানাদাররা তাকে নির্মমভাবে হত্যা করে। যুদ্ধবিজয়ের পর রুমীর বন্ধুরা জাহানারা ইমামকে সব মুক্তিযোদ্ধাদের মা হিসেবে বরণ করে নেন। সেই থেকেই শহীদ জননীর মা মযার্দায় জাহানারা ইমামকে ভূষিত করা হয়।

•     ১৯৩৩ - মার্কিন পদার্থবিজ্ঞানী স্টিভেন ভেইনবার্গ।
•     ১৯৫২ - রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী লিওনিদ খাচিয়ান।
•     ১৯৫৫ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডেভিড হুকস।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসএমএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।