ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

বানাতে পাখির বাড়ি, কুকুরের লোম গেলো চুরি! (ভিডিওসহ)

​ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, মে ৭, ২০১৬
বানাতে পাখির বাড়ি, কুকুরের লোম গেলো চুরি! (ভিডিওসহ)

ঢাকা: একটি পাখি ঠিক করলো বাসা বানাবে। ধারে কাছেই একটি কুকুর গভীর ঘুমে নিমগ্ন ছিলো।

এই সুযোগে চুপিচুপি পাখিটি কুকুরের লেজের অংশ থেকে ঠোকর দিয়ে লোম তুলতে লাগলো।

 

যেহেতু কুকুরটি ঘুমিয়ে ছিলো তাই বিনা অনুমতিতে লোম ছাটাইয়ের অভিযোগে পাখিকে কিছুই বললো না সে। হয়তো ঘুমের ঘোরে পাখির আলতো ঠোকরকে থেরাপিই মনে হচ্ছিলো তার!

ঈশপের গল্পের মতো চমৎকার এ ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ভিডিও করেছেন রবিন ক্রস বেইলি। সম্প্রতি ভিডিও ফুটেজটি ফেসবুকে শেয়ার করেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে ছিলো, ‘What the heck! This bird is making its nest with Annie’s fur. She seems to be enjoying it.’

ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে ও তিন-চারদিনের মধ্যে এটি দেখে ৩৩ লাখ ৩০ হাজারেরও বেশি দর্শক।

পাখিটি আদতে কুকুরের লোম দিয়ে বাসা বানাবে কিনা তা দেখতে ঝটপট দেখে ফেলুন ভিডিওটি!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসএমএন/এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।