ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফিচার

মানিকগঞ্জে পানিবন্দি জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
মানিকগঞ্জে পানিবন্দি জীবন ছবি : জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বানের পানিতে ভাসছে মানুষ। পিচ ঢালা রাস্তাগুলো এখন পরিণত হয়েছে খেয়া ঘাটে।

মানিকগঞ্জ জেলার ঘিওর থানার সবগুলো ইউনিয়নই এখন পানির নিচে। কোন ত্রাণ ও সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন বানভাসীরা ।

পাঁচ দিন হলো ভিটে মাটি ছেড়ে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। তবে এখন পর্যন্ত হাতে পাননি কোন ত্রাণ। কেউ দেয়নি কোন সাহায্য।

একে তো বন্যার পানি তার উপর ডাকাত আতংকে দিন কাটাচ্ছেন মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন সাতটি ইউনিয়নের কয়েক লাখ গ্রামবাসী।

দোকানের চারপাশে থৈ থৈ পানি। এরই মাঝে নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রয় করছেন দোকানি।

শুষ্ক মৌসুমের খেলার মাঠ এখন বন্যার পানিতে টইটুম্বুর। তাই বলে কি খেলা থেমে থাকবে?বানের পানিতেই চলছে খেলাধুলা।

ভেলায় ভাসছে জীবন, ভেলায় ভাসছে অসহায় নারী। জীবনের প্রতিটি কদম যেন এখন ভেলা ছাড়া অচল।

এভাবে আর কতোক্ষণ পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে জানা নেই কারও। ঘিওর থানার কান্দা কুষ্টিয়া এলাকায় দেখা যায় এমন দৃশ্য।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।